ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ঢাবির হলে কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের দুপক্ষে হাতাহাতি

ক্যাম্পাস ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে কক্ষ দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ তারিখ) বিকেলে সূর্যে সেন হলের ২২৮, ২৩৭, ২৪৮ এ তিন রুমে অতিরিক্ত ছাত্র প্রবেশ করানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন সমর্থিত তুষার-রাকিব গ্রুপের সঙ্গে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সমর্থিত শৈশব গ্রুপের সদস্যদের হাতাহাতির এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভপতি মাজহারুল কবির শয়নের সমর্থিত গ্রুপের তুষার-রাকিরের অনুসারীরা উল্লেখিত রুমগুলোতে তাদের সমর্থিত ছাত্রদের সিট দেয়। এই ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয়  ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সমর্থিত গ্রুপের শৈশব ও তার অনুসারীরা এসে তাদের রুম থেকে বের করে দেয়।

এ ঘটনাকে কেন্দ্রে করে দুই গ্রুপের সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ঘটনা স্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।