ঢাকা২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সব খবর

তন্ময়ের এক ব্যাংক হিসেবেই ৪২ লাখ টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় প্রক্সি কান্ডে জড়িত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়। প্রক্সি দিতে গিয়ে আটক বায়েজিদ খান তন্ময়ের নাম প্রকাশ করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে।
পরে অনুসন্ধান চালিয়ে তার একটি ব্যাংক হিসেব নাম্বারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪২ লাখ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

২৬ শে জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হন বায়েজিদ খান। গ্রেফতারের পর তিনি জানান, মুশফিক তাহমিদ তন্ময় প্রক্সি দিতে তাকে ভাড়া করে এনেছে।

তন্ময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবা আমিনুল ইসলাম গাইবান্ধার তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এদিকে নিজ দলেরই নেতা কর্মীদের অভিযোগ তন্ময় শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়েই নয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি ও মাদক বাণিজ্যের সাথেও জড়িত। এর আগেও তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।