ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

তারুণ্যের ভাবনায় অমর একুশে ফেব্রুয়ারি

হাছিবুল ইসলাম সবুজ, কুবি
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ সমস্ত বাংলা ভাষার জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি বাঙালির সেই সূর্যসন্তানদের  যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম মায়ের ভাষা। তাই এই দিনটি সমস্ত বাঙালি জাতির কাছে শ্রদ্ধা ও আবেগের মাস। সেই সাথে তরুণ প্রজন্মের কাছে আত্মত্যাগের হওয়ারও অনন্য দৃষ্টান্ত। ভাষার মাস ও একুশে ফেব্রুয়ারি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের ভাবনা ও চেতনা তুলে ধরেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাছিবুল ইসলাম সবুজ।

বন্ধ হোক যত্নে আগলে রাখা বাংলা ভাষা ও শব্দের অপব্যবহার

মায়িশা সুবাহ্ প্রমি
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রক্তে রঞ্জিত রাজপথ থেকে কুড়িয়ে নিয়ে আসা আমাদের বাংলা ভাষা মায়ের মুখনিঃসৃত বাক্যের মতই মধুর। কিন্তু বর্তমান প্রজন্ম এই ভাষাকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করছে ভুল রূপে।যেই সামাজিক যোগাযোগ মাধ্যম পুরো পৃথিবীকে সংযুক্ত করছে, সেখানে বাংলা ভাষার প্রদর্শন হচ্ছে ভুল বানান এবং উচ্চারণে। এমনকি কিছু নিম্ন মানের টিভি নাটকেও ব্যবহৃত হচ্ছে বিকৃত বাংলা ভাষা।
তাই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শুধু ফেব্রুয়ারি মাস নয়, পুরোটা বছর জুড়েই থাকুক বাঙালির তৎপরতা।

মায়িশা সুবাহ্ প্রমি
লোক প্রশাসন বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সকলের হৃদয়ে বেঁচে থাকুক মায়ের ভাষা

মো: মাসুদ রানা রাজ
শুধু বাঙালি নয়,  বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা,স্বাধিকার ,স্বাধীনতা ও মানুষের মতো বাঁচার দাবির সংগ্রামের দুর্জয় অনুপ্রেরণা সৃষ্টির চির অনির্বাণ শিখার দীপ্তিতে উদ্ভাসিত করেছে একুশে ফেব্রুয়ারি। একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ,  যাবতীয় গোঁড়ামি আর সংকীর্ণতার বিরুদ্ধে শুভবোধের  অঙ্গীকার। বুকের তাজা রক্ত ঢেলে বাঙালি জাতি যে ইতিহাস রচনা করছে শুধু বাঙালি নয় সারাবিশ্ব তাকে বরণ করছে গভীর শ্রদ্ধায়।  বাঙালির হৃদয়ে বার বার শিহরণ জাগানোর অন্যতম প্রতীক ভাষার গান, শহীদ মিনারে পুষ্পস্তবক। তাই সবার হৃদয়ে বেঁচে থাক মায়ের ভাষা বাংলার জন্য জীবনদানকারী সকল শহীদগণ।
মো: মাসুদ রানা রাজ
ইংরেজি বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২১শে ফেব্রুয়ারি বাঙালির অহং ও দুঃখবোধ

মোসা: খাদিজা আক্তার
২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্যে অকাতর আত্মদানের নজির একমাত্র বাঙালিরই আছে।বাঙালি জাতির অহংকারের অনুষঙ্গার সাথে দুঃখের বিষয় তরুণ প্রজন্ম আজ ভাষার প্রতি খুবই উদাসীন!আমাদের মাতৃভাষার সাথে মিশে যাচ্ছে অপদ্রব্যের ন্যায় অপসংস্কৃতি। একুশ আমাদের দিয়েছে আত্মপরিচয়ের সম্মান, জীবনের প্রেরণা। আজকের স্বাধীন বাংলাদেশের ভিত্তিটাও তৈরি হয়েছে একুশের কল্যাণেই।তাই এই দিনে ভাষা শহীদদের প্রতি কথায়,লিখনে,চিন্তনে ও পঠনে জানাই বিনম্র শ্রদ্ধা।
মোসা: খাদিজা আক্তার
পদার্থবিজ্ঞান বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

একুশের চেতনা বাস্তবায়িত হোক সর্বস্তরে
লামিয়া সুলতানা
প্রতি বছর একুশ এসে বাংলার গণমানুষের চেতনা নতুন আঙ্গিকে জাগিয়ে তোলে। রক্তঝরা একুশ বাঙালি জাতির নিজস্ব ঐতিহ্য ও আত্মত্যাগের ইতিহাসকে বিশ্ব দরবারে গৌরবের সাথে তুলে ধরে। তবে, ভাষার মাস আসলে ভাষার গান, ভাষার আলোচনা, শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান ইত্যাদি কার্যক্রম করা হলেও অনেকেই সারাবছর বাংলা ভাষাকেন্দ্রিক চেতনার জাগরণ ও চর্চা থেকে বিমুখ থাকে। অথচ বাংলার সূর্য সন্তানরা শুধুমাত্র মাতৃভাষা রক্ষার জন্যই নিজেদেরকে উৎসর্গ করেছেন। অপরিচিত ভাষায় শিক্ষা গ্রহণের ফলে নিজস্ব চিন্তা ও মেধাশক্তিকে যথার্থভাবে বিকশিত করতে পারেনি বলে বেকারত্ব ও কর্মসংস্থান ভয়ানক সমস্যায় জাতি আজ জর্জরিত। উন্নত বিশ্বের দেশগুলো নিজেদেরকে সমৃদ্ধ ও বিকশিত করেছে নিজস্ব ভাষায় শিক্ষা ও গবেষণার ফলে। তাই বাংলা ভাষা কেন্দ্রীক অবহেলার বেড়াজাল থেকে বেরিয়ে শিক্ষা ও গবেষণার বিষয়গুলো বাংলাতেই করা এখন সময়ের দাবি। তাহলে বাঙালি হিসেবে নিজস্ব ঐতিহ্যকে জাগ্রত করবার পাশাপাশি নিজেদের চিন্তা ও মেধাশক্তিকে ফলপ্রসূ করা আমাদের জন্য সহজ হবে। বাস্তবায়িত হবে শহীদের স্বপ্ন।

লামিয়া সুলতানা
নৃবিজ্ঞান বিভাগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়