১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনা জেলার তালতলী উপজেলার সর্বস্তরের জনগনকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ তালতলী উপজেলা শাখার সভাপতি সরোয়ার হোসেন স্বপন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার আহবানে সাড়া দিয়ে ৯ মাসের রক্তজয়ী যুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেন।
একাত্তরের সেই বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরন করি যাদের আত্নত্যাগে আমাদের আজকের এ বিজয় পেয়েছি,লালসবুজ পতাকা এবং মানচিত্র।
তিনি আরো বলেন,মহান মুক্তিযুদ্ধে শহীদ যুদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করি। সকল বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগণকে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের এ বিজয় অর্জনে অবদান রেখেছেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।