চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপির শোকসভার শেষে বের হওয়ার সময় কমিউনিটির সেন্টারের কাচের দরজা ভেঙ্গে মাথা ফেটেছে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের।
শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ছয়টায় নগরীর কাজির দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ দুর্ঘটনা ঘটে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি ছিলেন। বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন। শোকসভা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বের হয়ে যাওয়ার সময় নেতাকর্মীদের ঠেলাঠেলির কারণে একটি কাচের দরজা ভেঙে পড়ে।
এ সময় সেখানে থাকা আ জ ম নাছির উদ্দিনের মাথা ফেটে যায়। আরও বেশ কয়েকজন এ ঘটনায় আহত হন।