ঢাকা২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সব খবর

দরজা ভেঙে রাবি শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
অক্টোবর ৮, ২০২২ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

আসাদুজ্জামান নূর শিহাব নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। শনিবার বেলা ১১টায় ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বিকেলে মৃত্যুর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মো. আশরাফউজ্জামান।

তিনি বলেন, আমাদের শিহাব নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

পরিবারের দাবি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমার শোকাহত।

আসাদুজ্জামান শিহাব বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

শিহাবের মৃত্যুর বিষয়ে তার চাচাতো ভাই মামুন বলেন, শিহাব রাত ১০টার দিকে ঘুমাতে যায়। তার মৃত্যু ঠিক কখন ঘটেছে এই বিষয়ে আমরা কেউ বলতে পারিনি। সকালে অনেক ডাকাডাকি করলেও সে ঘুম থেকে উঠে না। পরে বেলা ১১টার দিক ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এটি অপমৃত্যু কিনা এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, শিহাবের মৃত্যুর বিষয়ে আমরা অবগত ন‌ই। তার পরিবার থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এটি অপমৃত্যু কিনা আমরা খোঁজ নেব।