জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একমাত্র মেডিকেল সেন্টার ব্যাথার দানের ভবনগুলোতে ভয়ঙ্কর ফাটল দেখা দিয়েছে এই নিয়ে আতংকে আছেন চিকিৎসক, নার্সসহ অন্যান্যরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরাতন ভবনের উপর নতুন করে স্থাপনা নির্মাণের কারনে অতিরিক্ত চাপে ফাটল ধরেছে সেখানে।
এ বিষয়ে মেডিকেল সেন্টারের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম এম আশরাফ উদ্দিন তালুকদার বলেন, আমাদের বসার রুমগুলোতে এরকম ফাটলের কারণে আমরা প্রতিনিয়তই আতংকে এবং ভয়ে থাকি যে কোনো সময় তা ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে, এছাড়াও উপর থেকে ছাঁদ বেয়ে পানি পরছে সারাক্ষণ যে কারণে চিকিৎসা সরঞ্জামাদি নষ্ট হচ্ছে। প্রশাসনের কাছে চাওয়া অতি দ্রুতই যেন এ সমস্যার সমাধান করা হয়।
অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী জানান,
সঠিকভাবে প্ল্যান পরিকল্পনা না করে
অতিরিক্ত রসদ খাওয়ার ফলেই এই অবস্থা।
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকার বলেন, মেডিকেল সেন্টারের ফাটলগুলো আমি দেখেছি, সত্যিই এটি খুবই ঝুকিপূর্ণ অবস্থায় আছে, প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও কর্তৃপক্ষের কাছে আশা করবো কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আগেই দ্রুতই যেন এ সমস্যা সমাধানে দৃষ্টিপাত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক জোবায়ের হোসেন সাংবাদিকদের জানান, ভবনের ফাটল গুলো মূলত উপরের আবরণের ফাটল, নির্মাণাধীন স্থাপণা গুলোর সাথে সাথে এই সমস্যাার সমাধান করা হবে।