ঢাকা৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ফেনী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোস্তাক উদ্দিন, কলেজ প্রতিবেদক
মার্চ ৬, ২০২৩ ১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার ফেনি সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এ বছর বিভিন্ন ইভেন্টে হাজারো শিক্ষার্থী এ অংশগ্রহণ করেছে। সমাপনী দিবসের মূল আকর্ষণ ছিল বিএনসিসি ক্যাডেটদের আকর্ষণীয় মার্চপাস্ট, কারাতে ও তায়েকান্দো প্রদর্শন। কলেজের রোভার স্কাউটস এর সদস্যদেরও বিভিন্ন কার্যক্রম লক্ষ্য করা যায়। এছাড়া ১৮ টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের মনোজ্ঞ ও আড়ম্বর ডিসপ্লে ছিল অত্যন্ত আকর্ষণীয় ও প্রশংসনীয়।

১৯২২ সালে ফেনীর প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয় ফেনী সরকারি কলেজটি। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মনোবল দৃঢ় করার উদ্দেশ্যে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কলেজের নব-নিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক মোক্তার হোসেইন, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীরা।