ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ফেনী সরকারি কলেজ রোবার স্কাউটস গ্রুপের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন

মোস্তাক উদ্দিন
মার্চ ১, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনী সরকারি কলেজ রোবার স্কাউটস গ্রুপের নতুন সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়েছে।

ফেনী সরকারি কলেজের সিনিয়র রোভার মেট আলী হোসেন নিমন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আরএসএল প্রভাষক মোহাম্মদ আলী, ফেনী সরকারি কলেজের অন্যান্য সিনিয়র রোভার সদস্যরা।

এসময় রোভার স্কাউট গ্রুপের আরএসএল প্রভাষক মোহাম্মদ আলী বলেন, স্কাউট প্রত্যেককে বিনয়ী হতে, অনুগত হতে, সত্যবাদী হতে এবং বন্ধু হতে সহায়তা করে; অন্যায়কারী হতে নয়’।

ফেনি সরকারি কলেজের সিনিয়র রোভার মেট আলী হোসেন লিমন বলেন, ‘ব্যাডেন পাওয়েল আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছিলেন তার জন্য আমরা বিপির নিকট ঋণী। আমি মনে করি নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।