ঢাকা১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

ফেনী সরকারি ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

মোস্তাক উদ্দিন, কলেজ প্রতিবেদক
মার্চ ৬, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো ফেনী সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের দুই হাজার নবীন শিক্ষার্থীকে।নবীণ বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

ফেনী সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর দোলন কৃষ্ণ সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন, শিক্ষক পর্ষদ সম্পাদক জনাব জয়নাল আবেদীন প্রমুখ।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষক পরিষদের সম্পাদক বলেন, ফেনী সরকারি কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।