ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বসন্তকে বরণ করে নিলো জাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ছাত্ররা পড়েছে চোখ ধাঁধানো হলুদ পাঞ্জাবি, ছাত্রীরা বাসন্তী-হলুদ শাড়ী ও খোপায় গুজেছে বাহারি রঙ্গের ফুল। নিজেদের যেন প্রকৃতির চিত্রপট পরিবর্তনের সাথে সাজিয়েছেন। বসন্তকে বরণ করে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলা বিভাগের শিক্ষার্থীদের এই সাজ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া চত্বরে ঋতুরাজ বসন্তের প্রথম দিনকে এভাবেই বরণ করে নেন বাংলা সংসদ ও বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

প্রায় দিনব্যাপী এই বসন্তবরণ অনুষ্ঠানটি শুরু হয় বেলা এগরোটায়। রবীন্দ্র সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাঙ্গালির চিরায়ত আবেদনকে প্রকৃতির আবহে ফুঁটিয়ে তোলা হয়। দক্ষিণা বাতাসে দোল খাওয়া ফুলের সুঘ্রাণে মন হয় মাতোয়ারা।

 

অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা বলেন “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ এতই মনোমুগ্ধকর যে প্রতিটি ঋতুই আমাদের মনকে মতোয়ারা করে দেয়। এখানে আসতে পেরে আমরা সবাই নিজেদের ভাগ্যবান মনে করছি। এর মুগ্ধতা আমাদের আত্মাকে নাড়িয়ে দেয় আমাদের সত্বাকে নাড়িয়ে দেয়। শীত যেমন আমাদের শিহরিত করে, শরৎ যেমন উদাসীন করে তেমনি বসন্ত আমাদের আলোড়িত করে। সেই বসন্ত আজ আমাদের মধ্যে ধরা দিয়েছে। আশেপাশের যে ফুল, ফল তার রং আমাদের মর্মে লাগুক, আমাদের কর্মে লাগুক।”

অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা বের হয়ে পুরাতন রেজিস্ট্রার ভবন ঘুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে এসে শেষ হয়।