ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন

bdcampus
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মো. শাহিন আলাম কে আহ্বায়ক ও কেলেমেন টুডুকে সদস্যসচিব করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার ১৩ সদস্য কমিটি গঠন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন। ২৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ছাত্র ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার এক সাধারণ সভা শেষে কমিটি গঠন করা হয়।

মহব্বত হোসেন মিলন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চরম সংকটকালীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পুরো শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পায়তারা করছে সরকার। সম্প্রতি ভুলে ভরা পাঠ্যপুস্তক এরই একটা উদাহরণ। গুণগত শিক্ষার উন্নয়নে কোন তৎপরতা দেখা যাচ্ছে না এই সরকারের। তারা শুধু লুটপাটে ব্যস্ত। কোন রকম পরিকল্পনা ছাড়া গোঁজামিল দিয়ে চালানো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানকে সার্টিফিকেট বিক্রির দোকানে পরিণত করা হয়েছে। একদিকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ভয়ের ত্রাস কায়েম করা হয়েছে। অন্যদিকে লুটপাটের মাধ্যমে পুরো দেশটাকে ধ্বংসের পায়তারা চলছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বপ্ন এবং বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষার জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

তিনটি পদ ফাকা রেখে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন। আহ্বায়ক- মো. শাহিন আলম, যুগ্ম আহ্বায়ক-মিজানুর রহমান, সদস্য সচিব- কেলেমেন টুডু, যুগ্ম সদস্য সচিব – হৃদয় রায়, অর্থ- সম্পাদক- রানা ইসলাম, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক- চন্দন রায়, সদস্য – মুন্না ইসলাম, সদস্য- রিফাত ইসলাম, সদস্য- সাখাওয়াত
এবং সদস্য- শরিফুল ইসলাম।