ঢাকা১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

বিয়ের অনুষ্ঠানে তরকারি কম দেওয়া নিয়ে সংঘর্ষ, বরের বাবার মৃত্যু

bdcampus
মার্চ ৪, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীতে বিয়ে বাড়িতে খাবার পরিবেশনের সময় তরকারি কম দেওয়াকে কেন্দ্র করে কথা–কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ঘটনাস্থলে বরের বাবার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জেলার জলঢাকা পৌরসভার আমরুলবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আমরুলবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের আনোয়ারুল্লাহর মেয়ে জান্নাতুল আকতারের সঙ্গে নূর মোহাম্মদের ছেলে মো. জোনাব আলীর বিয়ে হয় ১৪ দিন আগে। গতকাল বউভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে বরপক্ষের আমন্ত্রিত অতিথির চেয়ে বেশি লোকজন চলে আসেন। এতে খাবার কম পড়ে। প্রথম একদলের খাওয়ার পর দ্বিতীয় দলের খাওয়ার সময় তরকারি কম দেওয়া নিয়ে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বরের বাবা নূর মোহাম্মদ মাটিতে ঢলে পড়েন। তাঁকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির বলেন, এ ঘটনায় নিহত নূর মোহাম্মদের ছেলে বর মো. জোনাব আলী বাদী হয়ে মামলা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়ের বাবা আনোয়ারুল্লাহসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।