বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সংস্কৃতিক সংগঠন গুনগুন ও রণন এর যৌথ আয়োজনে ষষ্ঠবারের মতো আয়োজিত হয়েছে প্রানবন্ত বই উৎসব। ১২ ই ফেব্রুয়ারি -১৭ ই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে এ বইমেলা। উক্ত মেলায় থাকছে বিভিন্ন পুস্তক সম্পর্কে পর্যালোচনা, বিতর্ক ও মনজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা।
আজ রবিবার (১২ ই ফেব্রুয়ারি)বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গনে অনুষ্ঠিত এ বইমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.হাসিবুর রশিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং গুনগুন–রণনের সভাপতি ওমর ফারুক ও ড.তুহিন ওয়াদুদ।
এবারের বইমেলায় থাকছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং দেশের বিভিন্ন খ্যাতিমান প্রকাশনীর ৩২টি স্টল। বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন)বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিট, বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী(বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সংসদ), বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট এসোসিয়েশন (ব্রুডা),বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ),ফিল্ম এন্ড আর্ট সোসাইটি (বেরোবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব,বিছনবাড়ি, প্রমিতি,পীরগঞ্জ ছাত্রকল্যাণ সমিতি বেরোবি, স্বপ্ন সিঁড়ি,পাঠ্যচক্র বিশ্ব সাহিত্য কেন্দ্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সাহিত্য–সংস্কৃতি পরিষদ, ফিরে দেখা, নৈপুণ্য, বিদ্যানন্দ ফাউন্ডেশন, বিজ্ঞান চেতনা পরিষদ রংপুর, গুনগুন, প্রথমা, বাবুই, চন্দ্রবিন্দু, সপ্তডিঙ্গা, কালি প্রকাশনী, প্রতিভা প্রকাশ, প্রতিবিম্ব প্রকাশ, প্রিয়জন সাহিত্য প্রকাশনী, ভাষা চিত্র, আইডিয়া প্রকাশন, কালো প্রকাশনী, পাতা প্রকাশ, সাফল্য প্রকাশনী, দ্য বিউটি অফ বিআরইউআর ক্যাম্পাস, রণন, ইত্যাদি সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রকাশনার স্টল রয়েছে এবারের বইমেলায়।
বইমেলার পাশাপাশি বিকাল তিনটা থেকে রাত সাতটা পর্যন্ত চলবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা যেমন প্রস্তুত পর্যালোচনা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্গন, পাঠ্য প্রতিযোগিতা ও সংস্কৃতিক পরিবেশনা।
গুনগুনের সভাপতি ওমর ফারুক বলেন, প্রতিবছরের ন্যায় এই বছর বইমেলার আয়োজন করতে পেয়েছি, এর মাধ্যমে লেখক ও পাঠকদের মিলন মেলায় পরিণত হবে বেরোবি ক্যাম্পাস। বই ও লেখক এর সঙ্গে রংপুর এলাকার মানুষের নতুন একটা সময় কাটবে বলে আশা করি। বইমেলাটি উৎসবমুখর ও প্রাণবন্ত করতে সবার সহযোগিতা কামনা করি।