আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নোয়াখালী বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর,নোবিপ্রবিসাসের সভাপতি আব্দুল কবীর ফারহান , সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান, সহ সভাপতি রিপন চন্দ্র শীল,কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এস আহমেদ ফাহিম, সদস্য মো.রিয়াদুল ইসলাম,ইমাম হোসাইন,মো.হোসাইন
নাহিদুল ইসলাম,কাওসার আহমেদ হিমেল উপস্থিত ছিলেন।
এদিকে এর আগে সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. দিদার-উল-আলম, উপ উপাচার্য প্রফেসর ড. আব্দুল বাকী সহ অন্যান্য শিক্ষকরা শ্রদ্ধা জানান। পরবর্তী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।