ঢাকা১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো রুডো

bdcampus
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন(রুডো) ২১শে ফেব্রুয়ারি ২০২৩ রোজ মঙ্গলবার রাবির কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, শহীদদের আত্মত্যাগের মহিমা নিয়ে আলোচনা সভা আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতি সিফাত হোসেন বলেন,”শহীদদের আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলা ভাষার চেতনা আমরা ছড়িয়ে দিবো পুরো ক্যাম্পাসে।”

এই সময় উপস্থিত ছিলেন রুডোর সম্মানিত উপদেষ্টা, রাবি সিন্ডিকেট সদস্য ও রাবির আইন বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদিকুল ইসলাম সাগর, রুডোর উপদেষ্টা ক্রপ সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক জনাব রিজভী আহমেদ ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন রুডোর সভাপতি সিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহান উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ বিন আয়াতুল্লাহ, কোষাধ্যক্ষ মোঃরায়হান হোসেন, প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌসে পিউ, সমতা সংরক্ষণ বিষয়ক সম্পাদক সুজানা তারান্নুম মাহিয়াত, সহ-কোষাধ্যক্ষ আসিম আবদুল্লাহ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জুঁই আক্তার সহ প্রমুখ।