ঢাকা৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

মেসিকে হত্যার হুমকি

bdcampus
মার্চ ২, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপারমার্কেটে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। একইসাথে মেসিকে হত্যার হুমকি চিঠিও দিয়েছে তারা। খবর ডেইলি মেইল‘র।

প্রতিবেদনে বলা হয়, দুর্বৃত্তরা যখন গুলি করে তখন মার্কেট বন্ধ ছিল। বাইরে থেকে দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দু’জন লোক। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। সেই কাগজে মেসিকে হুমকি দেয়া ছিল।

হুমকি চিঠিতে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’

রোজারিওর সান্তা ফের সুপারমার্কেটে ১৪টি গুলি করা হয়েছে বলে জানা যায়। আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।