ঢাকা৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

রাকসু ও সিনেট কার্যকর করার দাবিতে ছাত্র-শিক্ষক সমাবেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
জানুয়ারি ৩০, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার মান উন্নয়ন এবং রাকসু ও সিনেট কার্যকর করে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে রাকসু আন্দোলন মঞ্চের উদ্যোগে আমতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০.৩০টায় রাবির পরিবহন মার্কেটের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর জানান, সমাবেশে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গবেষক ও পদার্থবিদ প্রফেসর ড. সালেহ হাসান নাকিব, অধ্যাপক আ-আল মামুন ও অধ্যপক আর রাজী।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করবেন বিষয়টি নিশ্চিত করেছেন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর।