রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের উদ্যোগ আগামী ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০২৩’ এর আয়োজন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) চারুকলা অনুষদের সেমিনার লাইব্রেরিতে সংবাদ সম্মেলনে বিভাগের অধ্যাপক ড. গুল নেহার বেগম লিখিত বক্তব্যের মাধ্যমে জানান, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র এই তিনটি ডিসিপ্লিনের প্রতিটি শিল্পকর্মে নান্দনিকতার উপস্থিতি ও সৃজনশীল ভাবনার উপলব্ধিতে অভিন্নতা থাকলেও উপস্থাপন ও কলাকৌশলে ভিন্নতা রয়েছে। যেমন চিত্রকলা ডিসিপ্লিন-এ মূলত পশ্চিমারীতির অন্যতম মাধ্যম তেলরঙের ব্যবহার ও বর্তমানে অ্যাক্রেলিক মাধ্যমে চিত্রাঙ্কিত হয় ক্যানভাস বা কাগজপটে; প্রাচ্যকলায় মূলত অবিভক্ত বাংলায় বেঙ্গল স্কুল শৈলীর ধৌত পদ্ধতিতে চিত্রচর্চিত হয় কাগজও দেয়াল পরিসরে অপরদিকে ছাপচিত্র ডিসিপ্লিন-এ মূলত বিভিন্ন ধাতব টুলস, কেমিক্যাল, ধাতবপ্লেট, কাঠের পাটাতন, পাথর, প্রেসকালি ইত্যাদি, যা থেকে কলাকৈবল্যে সরাসরি হাত এবং ছাপযন্ত্রের মাধ্যমে মূর্ত, অর্ধবিমূর্ত ও বিমূর্ত শিল্পসৃজন হয় থাকে। তাই শিল্পের ধরণ ও রীতি অনুসারে শিক্ষার্থীদের শিল্পকর্মের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার নির্ধারিত করা হয়েছে।
প্রতিবছর সকল মাধ্যমে শ্রেষ্ঠ শিল্পকর্মটির জন্য “শিল্পাচার্য জয়নুল আবেদিন” পুরস্কার এবং তিনটি ডিসিপ্লিন’র জন্য তিনটি “মাধ্যম শ্রেষ্ঠ” ক্যাটাগরি পুরস্কারের পাশাপাশি দেশের প্রথিতযশা প্রয়াত কয়েকজন চারুশিল্পীর নামে “স্মৃতি পুরস্কার” প্রদান করা হয়ে থাকে। এছাড়া অধুনালুপ্ত এই “রাজশাহী চারু ও কারুকলা মহাবিদ্যালয়” এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত শিল্পী বনিজুল হক (১৯৪৮-২০১৮) এবং উল্লিখিত প্রতিষ্ঠানটি গড়ে তোলার অন্যতম সদস্য প্রয়াত শিল্পী আসাদুল ইসলাম (১৯৫৬-২০১৭)-এর নামে দু’টি স্মৃতি পুরস্কার সংযোজিত হয়েছে। উল্লিখিত দু’জন শিল্পীর নামে স্মৃতি পুরষ্কারের জন্য শিল্পী কাজী কিবরিয়া ১০,০০০/= টাকা প্রদান করেছেন। তাছাড়া রাবি চারুকলার শুরুর দিকের অন্যতম অধ্যক্ষ প্রয়াত প্রফেসর শিল্পী গোলাম ফারুক (৩ এপ্রিল ১৯৫৮- ৫ ফেব্রুয়ারি ২০২০) এর নামেও এবার থাকছে “স্মৃতি পুরস্কার” ।
সাত দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু অধ্যাপক’ সনৎকুমার সাহা। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী শিল্পীদের পুরস্কার প্রদান করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ আলী এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবু তাহের। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী-২০২৩’র আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান।
প্রদর্শনীতে থাকছে ১৬০ জন শিল্পী-শিক্ষার্থীর প্রায় ৩০০ টি শিল্পকর্ম। এছাড়া রাবি চারুকলা অনুষদের শিল্পী-শিক্ষকবৃন্দের প্রায় ১২ জন এই প্রদর্শনীতে তাদের শিল্পকর্ম প্রদর্শন করবেন। সাত দিনব্যাপী এই আয়োজনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য প্রদর্শনী গ্যালারি উন্মুক্ত থাকবে।