‘রান বাংলাদেশ’ এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় ২৪ ফেব্রুয়ারি ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক “সেইলর চট্টগ্রাম ২৫ কি.মি. দৌড় প্রতিযোগিতা ২০২৩” অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা শেষে সকাল ১০.০০ টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে।
মাননীয় উপাচার্য তার বক্তব্যে দেশি-বিদেশি দৌড়বিদসহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। উপাচার্য বলেন, সুস্থ শরীর এবং সুন্দর মনের জন্য শরীরচর্চা ও খেলাধুলা অপরিহার্য। মাননীয় উপাচার্য আরও বলেন, সকল শ্রেণী ও পেশার মানুষের নিয়মিত হাঁটা, শরীরচর্চা ইত্যাতি অব্যহত রাখলে শরীর যেমন ভালো থাকে তেমনি রোগ-ব্যাধি থেকে অনেকটা পরিএাণ পাওয়া যায়।