রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বরিশাল ডিভিশন স্টুডেন্টস্ ফোরাম (বিডিএসএফ)-এর ২০২৩-২৪ মেয়াদে কার্যকরী কমিটি ঘোষিত হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. ইমরান হোসেনকে সভাপতি ও সংগীত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সূচনা দাস চমককে সাধারণ সম্পাদক করে মোট ২৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. মমতাজউদ্দীন আহমদ একাডেমিক ভবনের ড. মোশাররফ হোসেন গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন বিডিএসএফ’র উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাইয়েদুজ্জামান।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. জাহিদ হাসান, শিবলী নোমানী ও হাসান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আলম ও মো. ইমরান হোসেন নাজির, সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন, অর্থ সম্পাদক মো. আর রাফি, সহ-অর্থ সম্পাদক ইউসুফ শরীফ, দপ্তর সম্পাদক মো. সোলাইমান, সহ-দপ্তর সম্পাদক মো. কায়েস মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক সজীব সরকার, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. মারুফ হাসান।
ছাত্রী বিষয়ক সম্পাদক উর্বশী সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রান্তর কর্মকার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. অপি, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব আলভী, সহ-তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম ইমন, ক্রিড়া সম্পাদক সজীব খান, সহ-ক্রিড়া সম্পাদক মেহরাব খান। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন মো. সজিব, মো. রবিউল ইসলাম, নাজিয়া মেহজাবিন মিলা, মো. তাসরিফ ও সনৎ কৃষ্ণ ঢালী।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. সাইয়েদুজ্জামান, অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মাদ নেছার উদ্দিন, অধ্যাপক ড. উদয় শংকর বিশ্বাস, অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান।