রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ্ মখ্দুম হলের এক আবাসিক শিক্ষার্থীকে মধ্যরাতে মারধর করে হল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে এই হল ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে।
আজ রাত ১১টায় হলটির ২১৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো: সামিউল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ১৯-২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী। এ দিকে অভিযুক্ত তাজবিউল হাসান অপূর্ব শাহ্ মখ্দুম হলের ছাত্রলীগের সভাপতি।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, ২১৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী হওয়া সত্ত্বেও মারধর ও গালিগালাজ করে তাকে হল থেকে বের করে দেন শাখা ছাত্রলীগের সভাপতি ও তার অনুসারীরা।
জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী সামিউল বলেন, ‘আমি পাঁচ মাস যাবৎ হলের ২১৪ নম্বর কক্ষে অবস্থান করছি। এর আগেও হল সভাপতি অপূর্ব সিটে থাকার জন্য দশ হাজার টান চান। ঐ সময় আমার থেকে তিন হাজার টাকা নেয়। আজ রাতে আবারো টাকার জন্য আসে অপূর্ব ও তার অনুসারীরা। আমার কাছে ৩৭৭৫ টাকা ছিলো। তা জোর পূর্বক রেখে মারধর করে আমাকে হল থেকে বের করে দেয়। এবং এ ঘটনা অন্য কাউকে বললে আমার লাশও খুঁজে পাবে না বলে হুমকি দেয়। এখন আমি আমার বন্ধুর মেসে অবস্থান করছি।’
এ বিষয়ে জানতে চাইলে হল শাখা সভাপতি অপূর্ব ঘটনাটি অস্বীকার করেন। তিনি বলেন হলের সিট থেকে কাউকে নামিয়ে দেওয়া হয়নি।
শাহ্ মখ্দুম হলের প্রাধ্যক্ষ মো. রুহুল আমিন কে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।