ঢাকা২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সব খবর

রাবিতে Lojens presents “ROAD TO BCS” অনুষ্ঠিত

bdcampus
নভেম্বর ২১, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

গত ১৮-১১-২০২২, রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা অব্দি রাবির টিএসসিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বিসিএস সহ যাবতীয় চাকুরি বিষয়ক ক্যারিয়ার কর্মশালা। এতে টাইটেল স্পন্সর হিসেবে ছিল Lojens.

এতে অংশগ্রহণ করেছেন এবং নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছেন রাবির একঝাঁক বিসিএস ক্যাডারবৃন্দ।


এই অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন Lojens এর কো-ফাউন্ডার রাশেদুল আলম।

এরপর Experience sharing, Question-Answer, Participant Feedback সেশনের মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠে ৬৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ এর এই অনুষ্ঠান।