ঢাকা৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

রাবির দর্শন বিভাগে প্রথমবারের মতো সরস্বতী পূজা উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
জানুয়ারি ২৬, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ৬৯ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দর্শন বিভাগে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে প্রশাসন এবং বিভাগের সহায়তায় সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে। এটা দর্শন বিভাগের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গৌরবের।

দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কিশোর পাল বলেন আমরা বিদ্যার দেবী মাতা সরস্বতীর কাছে প্রার্থনা করেছি যেন জ্ঞানের আলোকে সারা বিশ্ববাসী আলোকিত হয়।বিশ্বের সকল মানুষের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। সবাই যুদ্ধকে না এবং শান্তিকে হ্যাঁ বলুক। সুন্দর, সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করুক।
এটাই দেবীর কাছে আমাদের প্রার্থনা।

দর্শন বিভাগ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিঠু মহন্ত বলেন,  আমরা দর্শন বিভাগ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে দর্শন বিভাগের সকল শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে পূজা উদযাপন প্রতি বছর হবে এই আশা ব্যক্ত করেন তিনি।

পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রিতম পাল বলেন, আমাদের এই পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী সময়ে আমরা একই ধারা বজায় রাখবো।