রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্য সংগঠন সমকাল নাট্যচক্রের ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী জেসমিন আক্তার জেবাকে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইমন ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদ সালভি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গতকাল শনিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে সমকাল নাট্যচক্রের নিজস্ব মহড়া কক্ষে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি নাসির উদ্দিন, সহসাধারণ সম্পাদক এম এ হাদি, সাংগঠনিক সম্পাদক আওয়াল হোসেন আশিক, সহ সাংগঠনিক সম্পাদক জনি মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদ সালভী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রিন্দু তনচংগ্যা, অর্থ সম্পাদক আফসারা মাহজাবিন, দফতর সম্পাদক জাহিদ হাসান, সহ দফতর সম্পাদক সোলাইমান গাজী, শিক্ষা গবেষণা ও তথ্য সম্পাদক আনিকা আল মামুন জিনিয়া এবং সহশিক্ষা গবেষণা ও তথ্য সম্পাদক উজ্জ্বল হোসেন।
প্রসঙ্গত, ১৯৮১ সালের ২৫ নভেম্বর রাবি সমকাল নাট্যচক্র যাত্রা শুরু করে।