ঢাকা২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সব খবর

শিক্ষক পদোন্নতি নীতিমালায় অসন্তোষ কুবি শিক্ষক সমিতির

কুবি প্রতিনিধি
জুলাই ২৮, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের পদোন্নতির নীতিমালায় নির্দিষ্ট জার্নালে গবেষণা প্রকাশসহ নানা শর্ত আরোপ করায় অসন্তোষ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শর্ত প্রত্যাহারসহ বেশকিছু দাবি জানিয়েছেন শিক্ষকরা। শিক্ষক সমিতির তৃতীয় সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে পদোন্নতি দেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং নতুন কোনো নিয়ম আরোপ করতে হলে প্রচলিত নিয়মটি সংশোধন করতে হবে। শিক্ষকদের পদোন্নতির জন্য বিভিন্ন শর্ত দেওয়া থাকে, তা সম্পন্ন করে একজন শিক্ষকেরা পদোন্নতি পায়। প্রশাসন পদোন্নতির ক্ষেত্রে একেকজনকে একেক শর্ত দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ৮২তম সিন্ডিকেট অবেক্ষাধীনকালের মধ্যে নির্দিষ্ট জার্নালে গবেষণা প্রকাশের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেখানে একেকজনকে একেক শর্ত দিচ্ছে প্রশাসন। এতে শিক্ষকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে জুলাই মাসের বেতনের সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তিনটি ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়ে বলা হয়েছিল। আসন্ন সিন্ডিকেটে এই সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ করা হয়।

৮২তম সিন্ডিকেটে কয়েকজন শিক্ষককে অবেক্ষাধীনকালের মধ্যে নির্দিষ্ট জার্নালে গবেষণা প্রকাশে ব্যর্থ হলে তাকে স্বীয় পদে চাকরি স্থায়ীর সুপারিশ করা হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। ফলে একই পদে নিয়োজিতদের মধ্যে যিনি শর্ত পূরণে ব্যর্থ হবেন তার জ্যেষ্ঠতা ক্ষুণ্ণ হবে দাবি করে শিক্ষক সমিতি এই শর্তটিকে কালো আইন বলে আখ্যায়িত করেছেন। প্রশাসন এসব দাবি বাস্তবায়ন না করলে শিক্ষক সমিতি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এছাড়া শিক্ষকদের নিয়মে দুইদিনব্যাপী কনফারেন্স আয়োজনের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়। উপর্যুক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়িত না হলে, পরবর্তীতে শিক্ষকদের মতামতের ভিত্তিতে শিক্ষক সমিতি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।