জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক।
মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান-এর অনুরোধের প্রেক্ষিতে তাকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হককে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। যোগদানের তারিখ হতে এ আদেশ কার্যকর বলে গণ্য হবে। তিনি প্রচলিত নিয়মে তিনি উক্ত পদের ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।