কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নোয়াখালী জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ’ কর্তৃক শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে । প্রতিবছরের ন্যায় এবারও অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন সংগঠনের সদস্যরা। গত ১৩ জানুয়ারি থেকে এই কম্বলগুলো প্রায় ৩২ টিরও বেশি পরিবারের মধ্যে বিতরণ করেছেন কুমিল্লা ও নোয়াখালীর বিভিন্ন উপজেলায়।
এই কর্মসূচি নিয়ে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হান্নান রহিম বলেন, ‘‘সকলের একান্ত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই মহৎ কার্যক্রমটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। সবাই আমাদের বুদ্ধি পরামর্শ ও আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করেছেন এটি আমাদের আরো বেশি অনুপ্রাণিত করেছে।’’
উল্লেখ্য, নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, ভর্তি পরীক্ষায় সহায়তা এবং শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনামূলক কর্মসূচি পালন করে আসছে।