কর্তৃপক্ষের যথাযথ নজরধারীতার অভাবে দীর্ঘদিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের নাম ফলক মুছে থাকে। ভাস্কর্যের নাম ফলক মুছে যাওয়া নিয়ে ‘বিডি ক্যাম্পাসে’ সংবাদ প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে ভাস্কর্যের নাম ফলকটি সংস্করণ করেন।
গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এস্টেট শাখার উদ্যগে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নাম ফলকটি সংস্করণ করা হয়।
এসেস্ট শাখার ডেপুটি-রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, বৃষ্টির কারনে অনেক সময় লেখা মুছে যায়। আমাদের এস্টেট শাখার উদ্যগে কর্তৃপক্ষের সাথে কথা বলে নতুন করে নাম ফলকটি সংস্করণ করাই।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ‘ কুবির বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামবিহীন ফলক’ শিরোনামে বিডি ক্যাম্পাস টিভি’র অনলাইন সংস্করনে সংবাদ প্রকাশিত হয়। তারই প্রেক্ষিতে কর্তৃপক্ষ ভাস্কর্যে নাম ফলক দিয়েছে।