ঢাকা২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

সবচেয়ে বড় হবে বাকৃবির অষ্টম সমাবর্তন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

৬৫২২ জন গ্র্যাজুয়েটের অংশগ্রহণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইতিহাসে সবচেয়ে বড় হবে এবারের ৮ম সমাবর্তন। আগামী ১২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (স্টেডিয়াম) সমাবর্তনটি অনুষ্ঠানটি হবে। এবার সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন মোট ২০১ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক এবং সমাবর্তনের প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য সচিব কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু বিষয়টি নিশ্চিত করেছেন।

দীন মোহাম্মদ দীনু জানান, জুলাই-ডিসেম্বর ২০১৪ থেকে জুলাই-ডিসেম্বর ২০২১ পর্যন্ত ¯œাতক, জুলাই-ডিসেম্বর ২০১৪ থেকে এপ্রিল-সেপ্টম্বর ২০২২ পর্যন্ত ¯œাতকোত্তর এবং ২০১৬ থেকে অদ্যবধি পিএইচডিসহ মোট ১৩ হাজার ৩শত ৮৯ জন শিক্ষার্থী এ সমাবর্তনের আওতাভূক্ত ছিল। এর মধ্যে সমাবর্তনের জন্যে মোট ৬৫২২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। যার মধ্যে ৫৬ জন পিএইচ.ডি., ১৫১৯ জন ¯œাতকোত্তর এবং ৪৯৪৭ জন ¯œাতক ডিগ্রীপ্রাপ্ত শিক্ষার্থী।

৮ম সমাবর্তনের জন্যে এবার গোল্ড মেডেল বা স্বর্ণপদকের জন্যে মনোনীত হয়েছেন মোট ২২৪ জন। যার মধ্যে ¯œতেকোত্তর পর্যায়ে ২০৬ জন এবং ¯œাতক পর্যায়ে ১৮ জনসহ মোট ২২৪ জন মনোনীত হয়েছে। এদের মধ্যে ¯œাতকোত্তর গোল্ড মেডেল ১৮৩ জন এবং ¯œাতক গোল্ড মেডেলের জন্যে ১৮ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। রেজিস্ট্রেশন সম্পন্নকারী মোট ২০১ জন সমাবর্তনে স্বর্ণপদক পাবেন। এছাড়া ¯œাতক অ্যাওয়ার্ডপ্রাপ্ত মনোনীত হয়েছেন মোট ৫০ জন। যার মধ্যে ৪২ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের অনুশাসন অনুযায়ী সমাবর্তনে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক । অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ।