ঢাকা১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, এখন পর্যন্ত নিহত ৫

bdcampus
মার্চ ৪, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকায় ‘সীমা অক্সিজেন প্লান্ট’ নামের একটি প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনাস্থলে সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত অনেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ভেতরে এখনো অনেকে আছেন। তাদেরকে উদ্ধারে কাজ চলছে।