ঢাকা২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

স্বপ্নবাজ তরুণদের মিলনমেলা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব

ক্যাম্পাস ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৩ ২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপ্নের জাল বুনতে থাকা একজন শিক্ষার্থীর ভাবনা থাকে সে একদিন লেখাপড়া করে অনেক বড় হবে। গড়ে তুলবে উন্নত ক্যারিয়ার। পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করবে। কিন্ত বর্তমান সময়ে কাঙ্খিত স্বপ্ন অধরাই রয়ে যায় অনেকের। প্রতিযোগিতার এ যুগে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারলেই অধরা স্বপ্ন পূরণ হবে। আর এই অধরা স্বপ্ন পূরণ করার জন্য দরকার সঠিক গাইডলাইন, থাকতে হবে  অটুট মনোবল, অধ্যবসয় ও নিজের দক্ষতা বৃদ্ধির আপ্রাণ প্রয়াস।

পুুঁথিগত জ্ঞান কোনো ব্যক্তিকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে না। লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন যুগোপযোগী হয়ে গড়ে ওঠা। তাই একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির চিন্তা মাথায় নিয়ে ২০১৩ সালের ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ মেধাবীদের হাত ধরে গড়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।

২০১৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব তার নয় বছর পেরিয়ে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন বুননে দশ বছরে পা রেখেছে। দীর্ঘ সময় ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ৭টি সফল জব ফেয়ার ও ৬টি সফল ক্যারিয়ার ফেস্টের আয়োজন করেছে। দেশের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলালিংক, স্যামসাং, ম্যারিকো, ইউনিলিভার এবং আরও অনেকের সাথে সহযোগিতামূলক অনুষ্ঠান করেছে। এছাড়াও নিয়মিত হচ্ছে সেমিনার, ওয়ার্কশপ, লিডারশীপ সামিট  কেসএক্সপার্ট ও প্রতিযোগিতা মূলক আয়োজন। পাবলিক স্পিকিং এর আয়োজন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদের ক্যারিয়ার উন্নয়নের জন্য।

করোনার বাধা অতিক্রম করে ২০২২ সালে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও মনোবল ফিরিয়ে আনতেও  আয়োজনের কোন কমতি ছিলো না ক্যারিয়ার ক্লাবটির। একে একে আয়োজন করেছে বিকাশ ক্যারিয়ার টক, স্পার্ক্স ৫.০ রোডশো, প্রজন্ম ওয়েব ২.০, ন্যাশনাল অ্যাপ স্টোর নলেজ শেয়ারিং ওয়ার্কশপ, ন্যাশনাল হ্যাকাথন, হায়য়ার স্টাডিস ও ক্যারিয়ার টক, ওয়ার্ল্ড ব্যাংক এর সাথে আইডিয়াবাজ, চ্যাম্পিয়নশিপ রোড শো, বিওয়াইএলসি এর সাথে ক্যারিয়ার, বাংলালিংক স্ট্রাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, বাংলালিংক ইনোভেটর, বাংলালিংক ইনোভেটর রোড শো এবং সিভি ও রেজিমে ওয়ার্কশপ।

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবটি ৫০০ জনের পরিবারে রূপ নিয়েছে। ক্লাবের সবেক সদস্যরা ছড়িয়ে রয়েছে রবি, বাংলালিংক ,মেরিকো, ইউনিলিভার ছাড়াও বিভিন্ন নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে।

এছাড়াও হায়ার স্টাডিজ ওয়ার্কশপের সাহায্যে উচ্চ শিক্ষার জন্য বাইরে পড়াশোনা করতে অনেক ছাত্রদের সহযোগিতা করছে ক্লাবটির প্রতিষ্ঠিত সাবেক সদস্যরা।

প্রতিবছরের ন্যায় এবারও ১৮ জানুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ১৫তম মেম্বার রিক্রুটমেন্ট ক্যাম্পের বুথ টুকিটাকি চত্বর বসানো হয়েছে। কয়েকটি টেস্টের মাধ্যমে ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা ক্লাবের সাথে যুক্ত হতে পারবে।‌

 

  • লেখা: রাবি উর্দু বিভাগের ৪০৮ নম্বর কোর্স ‘উর্দু মিডিয়া’র ফিল্ড ওয়ার্ক টিম চার থেকে নেয়া হয়েছে।