বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখা।
শুক্রবার ( ১৬ ডিসেম্বর) সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধর ২নং গেটের পাশে এই কার্যক্রম করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ সংগঠনটি।
এ সময়, প্রায় ২০০ হতদরিদ্রদ ব্যক্তিদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করেন তারা।
এ বিষয়ে, অগ্নিসেতুর সভাপতি শ্রাবস্তী সরকার বলেন, এই ছোট্ট একটা পরীক্ষা করতে গিয়ে সাধারণ মানুষদের নানা রকম ঝামেলা, ভোগান্তি পোহাতে হয়। হাসপাতালের এই দুরবস্থার জন্য অনেকে নিজের রক্তের গ্রুপও জানেন না। ক্রান্তিকালে যা ডেকে আনে বিপত্তি৷ আমরা এই সমস্যা সমাধানে একটু হলেও চেষ্টা করে যাচ্ছি। প্রতিবারের মতো এবারও হচ্ছে সমানের দিনগুলোতেও হবে।
এদিকে, এই কার্যক্রমের পাশাপাশি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি তারা সম্মানও জানান। এ সময়, সংগঠনটির সভাপতি শ্রাবস্তী সরকার, সহ-সভাপতি জয় সরকার, সজল সিংহ, সাধারণ সম্পাদক লাবন্য তরফদার, সাংগঠনিক সম্পাদক কাবিদ খান, অর্থ সম্পাদক ফাউজু ফয়েজ সহ অনান্যরা উপস্থিত ছিলেন।