ঢাকা৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

১৩ কি. মি. হাইকিং সম্পন্ন করেছে কুবির রোভাররা

হাছিবুল ইসলাম সবুজ, কুবি
জানুয়ারি ২৯, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট আয়োজিত হাইকিংয়ে অংশ নিয়ে রোমাঞ্চকর পাহাড়ি পথে ১৩ কি. মি. হাঁটলেন কুবির ৩৬ রোভার সদস্য। যাত্রাপথের পুরো রাস্তার মধ্যে বেশিরভাগটা ছিল উঁচু-নিচু পাহাড়ের অংশ, কিছুটা সমতল ভূমি।

‘আত্ম-উন্নয়নে হাইকিং’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত শনিবার এই হাইকিং এর আয়োজন করা হয়। হাইকিংয়ের উদ্দেশ্যে রোভাররা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে শুরু করে মূলফটক হয়ে ম্যাজিক প্যারাডাইস, সিসিএন বিশ্ববিদ্যালয় এবং লালমাই উদ্ভিদ উদ্যান পর্যন্ত পথ হেঁটে পাড়ি দেয়। এ আয়োজনে বন্ধু, বিশ্বাসী ও বিনয়ী তিনটি উপদলে বিভক্ত হয়ে প্রায় ৩৬ জন রোভার সদস্য অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র রোভারমেট নাজমুল, আব্দুর রহমান, গার্ল-ইন সিনিয়র রোভারমেট সুবাহ ইয়াছমিন বন্যা, রোভারমেট রাশেদুল আমীন প্রমুখ। হাইকিং মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র রোভারমেট মাহমুদুল ইসলাম।

উল্লেখ্য, হাইকিং হচ্ছে রোভার স্কাউটসের সিলেবাস ভিত্তিক একটি প্রোগ্রাম। যার মাধ্যমে রোভাররা শুধুমাত্র কম্পাস ও কদম সংখ্যার মাধ্যমে অজানা পথে পরিভ্রমণ করে। হাইকিং এর মূল উদ্দেশ্য হল নিজেদেরকে আত্মবিশ্বাসী করে তোলা ও প্রকৃতি পর্যবেক্ষণ করা। এছাড়াও আশেপাশের অঞ্চলগুলোর মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে অবগত হওয়া।