ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত ১৫তম এনডিএফ বিডি ন্যাশনাল ডিবেট কার্নিভাল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই জাতীয় বিতর্ক উৎসব।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর শিশু একাডেমিতে এই বিতর্ক উৎসব শুরু হয় এবং শেষ হয় আজ ২৫ ফেব্রুয়ারি শনিবার। এই কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। সারাদেশের অংশ নেওয়া সব শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে জাতীয় বিতর্ক উৎসবের ঢাকা বিভাগীয় অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিতর্ক দল। নর্দান বিশ্ববিদ্যালয়ের হয়ে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মো: সোহানুর রহমান সোহান (ইংরেজি বিভাগ) ফারিয়া জাহান চৈতী (ফার্মেসি বিভাগ) মাহবুবা নিশাত তামান্না (ইংরেজি বিভাগ) মো: মঈন খান (টেক্সটাইল বিভাগ) মো: হাসিবুল হাসান (টেক্সটাইল বিভাগ) মো: রফিকুজ্জামান শাকিল (ইইই) শাখাওয়াত হোসেন (সিএসই) মাহমুদুল হাসান মাহমুদ (ফার্মেসি) এবং লামিয়া আক্তার (বিবিএ)।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত বিতর্ক উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম শান্তনু, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, এনডিএফ বিডি’র সভাপতি এ কে এম শোয়েব প্রমুখ।
সাবেক কৃতি বিতার্কিক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে বিতর্ক উৎসবে ‘এনডিএফ বিডি আজীবন সম্মাননা-২০২৩’ প্রদান করা হয়।